আবারও সাগরে লঘুচাপ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ২২:০০
সাগরে আবারও সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। তবে এটি আগামী দুই দিনের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন লঘুচাপটি বাংলাদেশের ওপর খুব বেশি প্রভাব না ফেলতে পারলেও এটি স্থলভাগে উঠলে বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। চট্টগ্রাম বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়, ৬৭ মিলিমিটার। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, 'উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি স্থলভাবে উঠে গেলে বৃষ্টি বাড়বে, সেই প্রভাবে আগামী দু-দিন পর বাংলাদেশেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী দুই দিনের এটি মধ্যে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে অতিক্রম করবে।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আবারও সাগরে লঘুচাপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।