সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ২০:০৬

নিজস্ব প্রতিবেদক:

মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশ উপকূলে বিরাজ করছে বায়ু চাপের তারতম্য। সৃষ্টি হচ্ছে ঘন মেঘ। সাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া আফিস।

আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বিশেষ বুলেটিনে বলা হয়, লঘুচাপ প্রভাবিত মেঘের প্রভাবে সারাদেশের আকাশ কমবেশি মেঘলা হয়ে উঠেছে। বর্জ্রবৃষ্টি হচ্ছে অনেক এলাকায়। সাগর কিছুটা উত্তাল এবং খারাপ আবহাওয়ার আশংকায় বঙ্গোপসাগরে অবস্থানরত সবধরণের মাছ ধরা নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপ প্রভাবিত মেঘের প্রভাবে উপকূলীয় বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং সিলেট ও ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগে রাতের শেষ ভাগে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। এ সময় নদী অববাহিকা এলাকায় কুয়াশাচ্ছন্ন হওয়ার সম্ভাবনাো রয়েছে।

এনএফ৭১/এমকে/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top