অব্যাহত থাকবে চলমান শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৩২
দেশের বেশ কিছু জেলা ও বিভাগে অব্যাহত থাকবে চলমান শৈত্যপ্রবাহ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩১ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সীতাকুন্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সেই সাথে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা মাঝারি ধরনে কুয়াশা পড়তে পারে। আগামী ৩ দিনের শেষের দিকে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।