বাড়তে পারে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:১৩

বাড়তে পারে রাতের তাপমাত্রা

পশ্চিমা সৃষ্টি হওয়া লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় অঞ্চল পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। অপরদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে বুধবার (২ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। বুধবার থেকে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে, বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫, ময়মনসিংহে ১৩ দশমিক ২, চট্টগ্রামে ১২ দশমিক ৯, সিলেটে ১২ দশমিক ৮, রাজশাহী ১০, রংপুরে ১০ দশমিক ৬, খুলনায় ১৪ দশমিক ২ এবং বরিশালে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top