রাজধানীসহ সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

শাকিল খান | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩, ১২:১৮

মিগজাউম’এর প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আগামীকাল শনিবার থেকে রোদের দেখা মিলবে। আর ধীরে ধীরে তাপমাত্রা কমে শীত নামবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টি হচ্ছে। রাজধানীর ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top