গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বাড়তে পারে শীতও

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:১২

ছবি: সংগৃহীত

দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এ কারণে শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। ফলে খুব বেশি কিছু হবে না। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় খুবই সামান্য বৃষ্টি হতে পারে। এই সময়ে ঢাকার আকাশও মেঘলা থাকবে। সামান্য বৃষ্টি হতে পারে।

তিনি জানান, আজ মধ্যরাত থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশেই শীত কিছুটা বাড়তে পারে। দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top