সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

টানা দুই দিন ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের!

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১৪:০২

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশের রাতের তাপমাত্রা বেশ অনেকটা বেড়ে গেছে। বিদায় নিয়েছে শীতের অনুভূতি।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top