তাপমাত্রা বাড়ার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ১৪:৩৩

ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৭ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েকদিনে সারাদেশে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে।

৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আজ রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top