ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে? জানাল অধিদপ্তর

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪, ১৫:৫১

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। আজ রমজানের ৩০ দিন পূর্ণ হবে দেশগুলোতে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে ঈদ হতে পারে বৃহস্পতিবার। ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া? তা জানার আগ্রহ সবার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল বুধবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ চাঁদ না দেখা গেলে পবিত্র ঈদুল ফিতর হবে আগামী বৃহস্পতিবার। ওই দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ওই দিন দেশের কোনো কোনো স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিন রাজধানীতে খুব গরম পড়বে না। তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। হলেও খুবই সামান্য। ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়ায় আবহাওয়াও এরকমই থাকবে।

এই আবহাওয়াবিদ বলেন, সিলেটে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দিনভর বৃষ্টির সম্ভবনা খুবই কম।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top