তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ! দিনের তাপমাত্রা বাড়বে আরও
রাশেদ রাসেল | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৪:৩৪
এ বছরের গরম যেনো অন্য সব বছরের থেকে একটু আলাদা অন্য রকম।
এবার বৈশাখের শুরুর থেকেই তীব্র গরমে অতিষ্ঠ জণজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে গরম। কাঠফাঁটা রোদে তপ্ত চারপাশ।
এদিকে পুরো এপ্রিলজুড়েই সারাদেশে তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাঝেমধ্যে সামান্য বৃষ্টির দেখা মিললেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনা তাপপ্রবাহের তীব্রতা আরো বাড়ার আশঙ্কায় সারাদেশে জারি করা হয়েছে তিন দিনের হিট অ্যালার্ট।
এর মধ্যে দিনের তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।