মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

তীব্র গরমের মধ্যেই ঝড়ের পূর্বাভাস!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

ছবি: সংগৃহীত

দিন যতো যাচ্ছে গরমের তীব্রতা আরও বাড়ছে। জনজীবন এক রকম বিপর্যস্ত। এর মধ্যেই দেশের উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার নদীবন্দগুলোর জন্য সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রবিবার বেলা ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রায়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top