তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
শাকিল খান | প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৮:১৬
পঞ্চগড়ে তীব্র দাবদাহে অস্থিরতা কেটেছে স্বস্তির বৃষ্টিতে। শনিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১৯ মে) ভোর পর্যন্ত জেলায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্যটি জানান।
আবহাওয়া পর্যাবেক্ষণাগারের দেওয়া তথ্যানুযায়ী, টানা তাপদাহে পঞ্চগড়ে তাপপ্রবাহ রেকর্ড হচ্ছে ৩২-৩৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের গত তিন দিনে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপপ্রবাহ রেকর্ড হয়েছে। অনাবৃষ্টি আর তীব্র খরতাপে লাল হয়ে গিয়েছিল আবাদি জমি। কৃষিতে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। তাপদাহে মাটি শুকিয়ে যাওয়ায় মরে যেতে থাকে সমতলের চা বাগান, বাদাম, টমেটো ও মরিচ ক্ষেত। বৃষ্টি হওয়ায় প্রকৃতি প্রাণ ফিরে পাওয়ায় কৃষকদের মনে স্বস্তি ফিরেছে। স্বস্তি ফিরেছে জনজীবন ও প্রাণীকুলের মাঝে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টির সঙ্গে বিভিন্ন স্থানে বজ্রপাতের পাশাপাশি বাতাসের বেগ বেশি ছিল। তা ছাড়া এ এলাকায় টানা তাপপ্রবাহ বয়ে গেলেও গত দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।