ভ্যাপসা গরমের পর রাজধানীতে একপশলা স্বস্তির বৃষ্টি
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৯
ভ্যাপসা গরম, সঙ্গে তীব্র তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরেই গরমে পুড়ছে দেশবাসী। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। একরকম অস্বস্তিতেই কাটছিল জনজীবন। এমন পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে ঢাকায়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রোদ থাকলেও বেলার ১০টার পর আকাশে মেঘ জমতে থাকে। দমকা বাতাসও শুরু হয়। এরপর কিছুটা অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়।
বৃষ্টিতে তাপমাত্রাও কিছুটা কমেছে। এতে স্বস্তি মিলেছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, 'আজ দেশের উপকূলে বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। আগামী ২ দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে দেশে বৃষ্টি বাড়তে পারে।'
শনিবার দেশের ৬টি অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।