সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো নতুন জলবায়ু ইনস্টিটিউট

আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৪৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রম দিবসের দিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইসিসিইএস)। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল  “টেকসই ভবিষ্যতের জন্য যুব সম্পৃক্ততা”।

এই আয়োজনে তরুণ শিক্ষার্থী, গবেষক এবং দেশের খ্যাতনামা জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন। নবগঠিত (আইসিসিইএস) জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও টেকসই উন্নয়ন সম্পর্কিত গবেষণা, নীতি সংলাপ এবং যুব নেতৃত্বাধীন উদ্ভাবনের একটি জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (আইসিসিইএস))-এর অধ্যাপক এমেরিটাস ড. আইনুন নিশাত (আইসিসিইএস) -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, “অভিযোজন, প্রশমন, জলবায়ু অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, স্বচ্ছতা ও আনুগত্য এই মৌলিক ক্ষেত্রগুলোতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ বাড়ানো যায়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. কে. এম. সোহেল (ইউএন উইং চিফ, অর্থ মন্ত্রণালয়), ড. আনোয়ার জাহিদ (সিনিয়র গবেষক, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং), ড. হাসিব মোঃ ইরফানুল্লাহ (গবেষক – পরিবেশ ও জলবায়ু পরিবর্তন), ইঞ্জি. শেখ তাজুল ইসলাম তুহিন (চেয়ারম্যান, আইসিসিইএস)) এবং রাতুল দেব (নির্বাহী পরিচালক, জেনল্যাব ও UNLEASH Sustainability Award প্রাপ্ত জলবায়ু উদ্যোক্তা)।

বক্তারা তরুণদের সবুজ দক্ষতা (Green Skills) অর্জন, গবেষণা ও অ্যাডভোকেসি সমন্বয়, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু অর্থায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে পানির টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং অতিব্যবহার সীমিত করার এখনই সঠিক সময়।

অনুষ্ঠানের সার্বিক বার্তায় গুরুত্ব দেওয়া হয় যে, টেকসই ভবিষ্যতের জন্য যুবশক্তিকে নেতৃত্ব দিতে হবে, যাতে জলবায়ু সংকটকে টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তর করা যায়। আয়োজকরা জানান, তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে ICCES এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চায়, যেখানে জলবায়ু পরিবর্তন হবে অভিশাপ নয়, বরং আশীর্বাদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top