সারাদেশে মেঘ-বৃষ্টি অব্যাহত; পানি বেড়েছে যমুনায়
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৭
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সারাদেশের আকাশ ছিল মেঘলা। মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ উপকূলে। উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করছে বায়ু চাপের তারতম্য। ঘন মেঘ সৃষ্টির পাশাপাশি সাগর রয়েছে উত্তাল। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর শনিবার সারাদেশে বৃষ্টিপাত কমে যেতে পারে। কেবলমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগে সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণের। অন্যান্য বিভাগের আকাশ মেঘলা থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃষ্টিপাত কমে যাওয়ায় দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে।
এদিকে, দেশের কয়েকটি নদীতে পানি বৃদ্ধির খবর দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উজানে বৃষ্টির কারণে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে। আগামী ২৪ ঘন্টায় এসব নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।