রোববার থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১
নিজস্ব প্রতিবেদক:
কয়েকদিন সক্রিয় থাকার পর অবশেষে দুর্বল হয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে সারাদেশে কমেছে বৃষ্টি। রোববার থেকে সারাদেশে মেঘ-বৃষ্টি আরও কমে যেতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে। অন্যান্য বিভাগের আকাশ আংশিক মেঘলার পাশাপাশি বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে কিছুটা।
রোববার দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, প্রধান কয়েকটি নদীর পানি বৃদ্ধির খবর দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে ধরলা নদীর পানি। আর বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে। আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে পদ্মা ও যমুনা নদীর ভাটী অংশে।
রোববার ঢাকায় সূর্যোদয় ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা বেজে ৫০ মিনিটে।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।