সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সোমবার বৃষ্টি আরও কমতে পারে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে অব্যাহত রয়েছে মেঘ-বৃষ্টি। রোববার দেশের বেশিরভাগ এলাকার আকাশ ছিল মেঘলা। মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে উত্তরের বিভাগ রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। বিশেষ করে গেল ২৪ ঘণ্টায় রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা ও তেঁতুলিয়ায় বৃষ্টি হয়েছে দেড়শ মিলিমিটারের বেশি। ফলে এসব এলাকার নদ-নদীতে পানি বেড়েছে। তবে আপাতত বন্যা সৃষ্টির মত আশংকা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় সারাদেশে বৃষ্টিপাত আরও কমে যেতে পারে। সোমবার কম-বেশি মেঘলা থাকতে পারে সব বিভাগের আকাশ। তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে।

সোমবার ঢাকায় সূর্যোদয় ৫টা বেজে ৪৯মিনিটে এবং সূর্যাস্ত ৫টা বেজে ৪৯ মিনিটে।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top