আবহাওয়া খবর: গরম বেড়েছে সারাদেশে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৮
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমী বায়ু দুর্বল থাকায় কয়েকদিন ধরে মেঘের দেখা নেই তেমন। বৃষ্টি হচ্ছে না দেশের বেশিরভাগ এলাকায়। এতে বেড়েছে গরম। বুধবার সব বিভাগের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। শীতের আগে এমন গরমকে প্রকৃতির স্বাভাবিক আচরণ বলছেন আবহাওয়াবিদরা।
এদিকে টানা কয়েকদিনের এমন গরম শেষ হওয়ার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের আকাশে মেঘের উপস্থিতি বাড়তে পারে। এতেই অবসান হতে পারে টানা কয়েকদিনের গরম। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং উত্তর-পূর্বের বিভাগ সিলেটে কম-বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ বিভাগের আকাশ থাকতে পারে মেঘলা। তবে রাজশাহী ও রংপুর বিভাগে মেঘ-বৃষ্টির সম্ভাবনা কম।
সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস।
বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় সকাল ৫টা বেজে ৫০ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা বেজে ৪৬ মিনিটে।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।