শনিবারের আবহাওয়া: উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি। উপকূলীয় এলাকায় বাড়তে পারে মেঘ।

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ২০:২৩

নিজস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অফিস জানিয়েছে, অন্ধ্র ও উড়িষ্যা উপকূল লাগোয়া লঘুচাপ কিছুটা শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। তবে, এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই।

লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বাড়তে পারে মেঘ-বৃষ্টি। হাল্কা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। সাগরও কিছুটা উত্তাল হতে পারে।

এদিকে,উত্তরের বিভাগ রংপুর-রাজশাহী, মধ্যাঞ্চলের ঢাকা-ময়মনসিংহ এবং উত্তর-পূর্বের সিলেট বিভাগে গেল কয়েকদিনের মত ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এসব বিভাগের আকাশ থাকতে পারে কম-বেশি মেঘলা। বিচ্ছিন্নভাবে বৃষ্টির পাশাপাশি গরমও পড়তে পারে কিছুটা।

সারাদেশের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি।

আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াসের মত।

শনিবার ঢাকায় সূর্যোদয় সকাল ৫টা বেজে ৫১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা বেজে ৪৪ মিনিটে।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top