শুক্রবারের আবহাওয়া: মেঘ-বৃষ্টি আরো কমতে পারে। তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১৯:৫০

নিজস্ব প্রতিবেদক:

ধীরে ধীরে দেশের আকাশে মেঘের উপস্থিতি কমে যাচ্ছে। এতে গরম বাড়ছে দিনের মাঝামাঝি সময়ে। উপযুক্ত আর্দ্রতা পেলে এমন গরমে সৃষ্টি হচ্ছে বজ্র মেঘ। স্থানীয়ভাবে বৃষ্টি হচ্ছে প্রতিটি বিভাগে। সারাদেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩২ থেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াস।

শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। প্রতিটি বিভাগে দিনের মাঝামাঝি বা শেষ সময়ে বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরের আন্দামান এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। যা শুক্রবার নাগাদ শক্তি সঞ্চয় করে সু-স্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর কারণে শুক্রবার বাংলাদেশের আবহাওয়ায় তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

সারাদেশে দিনের তাপমাত্রা  প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় সকাল ৫টা বেজে ৫৪ মিনিটে। এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা বেজে ৩৯ মিনিটে।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top