সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত সরল, নদীবন্দরে ১ নম্বর বহাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ মে ২০২১, ২০:৪১

সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত সরল, নদীবন্দরে ১ নম্বর বহাল

ঘূর্ণিঝড় ইয়াসের সময় দেয়া দেশের সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বলা হয়েছে, শুক্রবার (২৮ মে) বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে।

তবে দেশের বিভিন্ন নদীবন্দরের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (২৮ মে) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকালে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ (২৮ মে) সকাল ৬টায় একটি সুস্পষ্ট লঘুচাপ আকারে বিহার ও তৎসংলগ্ন পূর্ব উত্তর প্রদেশ এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হতে পারে।

উত্তর বঙ্গোপসার এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top