টাইফুন মায়সাকের ধ্বংসযজ্ঞ শেষ না হতেই এগিয়ে আসছে হাইশেন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৩১
ইন্টারন্যাশনাল ডেস্ক: পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় মায়সাকের কবলে পড়েছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও চীন। পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগরীয় দেশে ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। টাইফুন মায়সাক কোরীয় উপদ্বীপ অতিক্রম শুরু করে বৃহস্পতিবার। ইতোমধ্যে মায়সাকের আঘাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার উপকূলীয় শহর বুসান। বুসান অতিক্রমের সময় মায়সাকে বাতাসের ঘূর্ণন গতিবেগ ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। স্থানীয়ভাবে এর আঘাতে দু’জন নিহতের খবর পাওয়া গেছে। মায়সাকের প্রভাবে নিউজিল্যান্ড থেকে চীন-গামী একটি জাহাজ ৬হাজার গবাদি পশু এবং ৪৩ জন নাবিক নিয়ে ডুবে গেছে। বৃহস্পতিবার সারাদিন তাণ্ডব চালিয়ে উত্তর কোরিয়া পার হয়ে চীনে পৌছতে পারে মায়সাক। এরপর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণ সাইট একুওয়েদার। কোরিয়ার মৌসুমে মায়সাক নবম ঘূর্ণিঝড়।
এদিকে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে আরও একটি ঘূর্ণিঝড়। এর নাম দেয়া হয়েছে হাইশেন। আগামী সপ্তাহ’র মঙ্গলবার নাগাদ, পূর্ব চীন সাগর দিয়ে জাপান ও কোরীয় উপদ্বীপ অতিক্রম করতে পারে হাইশেন।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।