বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ছাড়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ১৭:১১

বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৭ হাজার ৮৪০ জন মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের। রোববার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ১৮ জনের। এছাড়া সারাবিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৬৬৬ জন।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৯০০ জন। গত এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top