করোনার নতুন সংক্রমণ ঠেকাতে স্কুল ও ফ্লাইট বন্ধ করল চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ২৩:৪৭

করোনার নতুন সংক্রমণ ঠেকাতে স্কুল ও ফ্লাইট বন্ধ করল চীন

করোনাভাইরাসের নতুন সংক্রমণ প্রতিরোধে শতাধিক ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে চীন। একই সঙ্গে করোনা আক্রান্ত রোগী খুঁজে বেড় করতে প্রশাসনকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) হতে গণ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি চীনের একদল পর্যটকের মধ্যে দেখা দেয় করোনা সংক্রমণ। এরপর থেকেই প্রশাসন ভাইরাস মোকাবেলায় কড়াকড়ি আরোপ করে। ধারনা করা হচ্ছে, চীনে নতুন এই প্রাদুর্ভাবের সঙ্গে এক প্রবীণ দম্পতির সংশ্লিষ্টতা রয়েছে। তারা পর্যটকদের একটি দলের সঙ্গে ভ্রমণ করেছিলেন সাংহাই থেকে গানসু প্রদেশের শিয়ান ও ইনার মঙ্গোলিয়ায়।

জানা গেছে, এই দম্পতি যেসব এলাকা সফরে গেছেন সেখানে কয়েক ডজন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা পাঁচটি প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ। যার মধ্যে রাজধানী বেইজিংও রয়েছে।

সূত্র: গলফ নিউজ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top