ওমিক্রন মোকাবিলায় নতুন টিকা আনতে পারে মডার্না
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮
২০২২ সালের শুরুতে করোনার নতুন ধরনের জন্য মডার্নার টিকা আনতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মডার্না।
রবিবার (২৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির চিফ মেডিকেল অফিসার পল বার্টন বলেছেন, আগামী বছরের শুরুতে ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে এমন টিকা প্রস্তুত করা যাবে। তবে এটা পরিষ্কার না যে এটা তৈরি করতে বিদ্যমান করোনা টিকার নতুন ফর্মুলা প্রয়োজন হবে কি না। আগামী কয়েক সপ্তাহে আমাদের জানতে হবে বর্তমান টিকাগুলো করোনার নতুন ধরন থেকে সুরক্ষা দিতে পারছে কি না।
বার্টন আরো বলেন, কিন্তু উল্লেখ করার বিষয় হলো টিকাগুলো কার্যকর না হলে মডার্না সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবে। যদি আমাদের নতুন টিকা তৈরি করতে হয় তাহলে তা ২০২২ সালের শুরতে আনা যাবে। নতুন ভাইরাসটি ভয়ানক। তবে আমাদের কাছেও অনেক অস্ত্র রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।