করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০৫:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) করোনা পরীক্ষা করা হলে তার পজিটিভ রিপোর্ট আসে।
তিনি নিজেই টুইট বার্তায় করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। স্বাস্থ্যবিষয়ক গাইডলাইন অনুযায়ী, তিনি আইসোলেশনে থাকবেন এবং ভার্চুয়ালি কাজ করবেন। তিনি করোনার পিসিআর টেস্টের জন্য অপেক্ষা করছেন।
এর আগে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বাস্থ্য-সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার নির্দেশনাও দেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।