করোনায় শনাক্ত ছাড়াল ১৮ কোটি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ১৭:৫৮
করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন আরো আট হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্তও বেড়েছে আগের দিনের তুলনায় বেশি।
শনিবার (২৬ জুন) সকাল ১০টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৪০৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ২৫ হাজার ১৯১ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৬০৩ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৭৫ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ১৪৪ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৯০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৭২ জনের।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।