এবার ধরা খাচ্ছেন সুমাইয়া মিম! দেওয়া হয়েছে লিগ্যাল নোটিশ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ২০:৩৭

ছবি: সংগৃহীত

চেক জালিয়াতির অভিযোগে সুমাইয়া আক্তার মিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ফারুকুজ্জামান নামে এক ব্যবসায়ী। বুধবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী শেখ তানভির হাসান সৈকতের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুমাইয়া আক্তার মিম হাজীনগর, ডেমরা বাসিন্দা মোহাম্মদ আলমগীরের কন্যা।

নোটিশে বলা হয়েছে, সুমাইয়া আক্তার মীমের সঙ্গে ফারুকুজ্জামানের দীর্ঘ দিনের সুসম্পর্ক ছিল। উভয়ই পূর্ব-পরিচিত। ফারুকুজ্জামানের সাথে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে গেল ০৫ সেপ্টেম্বর তার থেকে নগদ ১২ লক্ষ টাকা কর্য নেন। ব্যবসা করবে বলে টাকা ধার নেন তিনি। সেই টাকা ১ মাসের মধ্যে (০৬ অক্টোবরের মধ্যে) শোধ করবে শর্তে টাকা নিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হন।

গেল ১৬ অক্টোবর সুমাইয়া আক্তার মীম ফারুকুজ্জামানকে ১২,০০,০০০ (১২ লক্ষ) টাকার সোসিয়াল ইসলামী ব্যাংক এর ডেমরা শাখার তার নিজনামে হিসাব নং ০৮১১৩৪০১১৯৬৭৪ এর একটি চেক প্রদান করেন। যার নং-২৩০৪৮৭১।

কিন্তু একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক সেটি ফেরত দিয়েছে। বিষয়টি সুমাইয়া আক্তার মিমকে জানালে সে যোগাযোগ বন্ধ করে দেয় ।

এরপর তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে তাকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়। তা না করা হলে সুমাইয়া আক্তার মীম এর বিরুদ্ধে মামলা করা হবে নোটিশে উল্লেখ করা হয় । এই বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তার ফোন বন্ধ থাকায় এবং তার কোনো সুনির্দিষ্ট ঠিকানা না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top