মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

বিধিনিষেধ কার্যকর করতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ০০:০৬

বিধিনিষেধ কার্যকর করতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর বিধিনিষেধ কার্যকরে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিভিন্নস্থানে বসানো হয়েছে চেকপোস্ট। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক মাঠে রয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে খুব কম মানুষ ঘরের বাইরে আসছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুকে পড়তে হচ্ছে। বাইরের বের হওয়ার কারণ ব্যাখা করতে না পারলেই করা হচ্ছে মামলা ও জরিমানা।

সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে বসেছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। এসব চেকপোস্টে পরিবহন দেখলেই গতি রোধ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাবেন। সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ দিতে পারলেই পরিবহনগুলো ছাড়া হচ্ছে চেকপোস্ট থেকে।

ঢাকার গুলশান, তেজগাঁও, ফার্মগেট, শাহবাগ, মগবাজারগাবতলী, কল্যাণপুর, মোহাম্মদপুর এলাকায় দেখা গেছে এই চিত্র।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা বিধিনিষেধ বাস্তবায়নে সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে। একইভাবে সরকারের বিধি-নিষেধ কঠোরভাবে বাস্তবায়নে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি। বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top