সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মৃত্যু, বীর প্রতীককে শেষ শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১৮:৩৫

চলে গেলেন এক মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান, বীর প্রতীক এম হারুন-অর-রশীদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর। চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষে একা অবস্থান করছিলেন সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ। রাতে সেখানে অবস্থান করার পর, সকাল পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে। দুপুর ১২টার পর পুলিশ ও সেনা চিকিৎসকদের উপস্থিতিতে কক্ষের দরজা খোলা হয়। তাকে অচেতন অবস্থায় পাওয়া গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম সিএমএইচের চিকিৎসকদের ধারণা অনুযায়ী, রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানিয়েছেন—প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই ধরা হচ্ছে।
১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এম হারুন-অর-রশীদ। তিনি ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা, মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। তাঁর মৃত্যুতে দেশ হারাল এক গর্বিত সৈনিক, এক বীর মুক্তিযোদ্ধা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।