বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের দিকে এগোচ্ছে জাতি: ২০২৬ সালের ফেব্রুয়ারিই টার্গেট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৭:০৭

ছবি: সংগৃহীত

৫ আগস্ট, রাত ৮টা ২০ মিনিট। বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক—জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি জানালেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে,যাতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এর আগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি পাঠ করেন ‘জুলাই ঘোষণাপত্র। জাতিকে নতুন পথ দেখানোর এক প্রতীকী মুহূর্ত।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন—সংস্কার, বিচার আর নির্বাচনের মাধ্যমে তাদের দায়িত্ব প্রায় শেষ পর্যায়ে। এটাই হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি নির্বাচিত সরকার গঠনের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

ফেব্রুয়ারি ২০২৬—শুধু একটি নির্বাচন নয়, এটা হতে যাচ্ছে একটি অধ্যায়ের পরিসমাপ্তি, আরেকটি বাংলাদেশের শুরু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top