৫ কেজি ওজনের ৪৪টি স্বর্ণের বারসহ আটক এক ব্যক্তি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৩:৪১
সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ব্যক্তিকে প্রায় ৫ কেজি ওজনের ৪৪টি স্বর্ণের বারসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।
বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় আতাউর রহমান নামের ওই যাত্রীকে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবির বলেন, আতাউরের ব্যাগেজে দুটি হ্যামার পাওয়া যায়। যা কেটে ৪৪টি স্বর্ণের বার এবং তার দেহ তল্লাশি করে স্বর্ণালংকারসহ মোট ৫ দশমিক ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।
জানা গেছে, আতাউর রহমানের বাড়ি সিলেটের হবিগঞ্জে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।